From Tafsir Discussions and Quranic Arabic Grammar Discussions by Ustad Nouman Ali Khan in Bangla

Conducted by Engr. Nayeem Ahmed
Source: Bayyinah Institute, USA
Special Thanks to Ustad Nouman Ali Khan for the Content of this Discussion
Last Three Lecture
তাফসীর আলোচনা বাইয়্যিনাহ্ ড্রীম বাঙলা দ্বিতীয় পর্ব [ অগ্রসর ব্যাকরনিক আলোচনা] বাইয়্যিনাহ্ ড্রীম বাঙলা প্রথম পর্ব [ মৌলিক ব্যাকরনিক আলোচনা]
সূরা আলি ইমরান এর তাফসীর আলোচনা

শুরু হয়েছিল ২০ জানুয়ারি ২০২৩ জুমাবার

সময় ১ : প্রতি জুমাবার ভোর ৬:৪০
স্থান: ১০৬, পশ্চিম ধানমন্ডি শংকর চেয়ারম্যানগলি, ঢাকা-১২০৭ এবং অনলাইনের জুম লিংকে

সময় ২ : প্রতি শনিবার বাদ ফজর ৬:২০ থেকে ৭:১০
স্থান: গুলশান সোসাইটি মসজিদ

সময় ৩ : প্রতি রবিবার বাদ ফজর ৬:৩০ থেকে ৭:১৫
স্থান: মিরপুর ডিওএইচএস ৪নং মসজিদ


কুরআনের তাত্ত্বিক অবলোকন - তার‍ুন্যের জন্য কুরআন

কুরআনের বার্তাকে সাধারণ মুসলিমদের মাঝে সহজভাবে পৌঁছানোর বিভিন্ন উদ্যোগ ইসলামি মনিষীরা বিভিন্ন সময়ে নিয়েছিলেন । গত ১০০ বছরের উপমহাদেশের ইতিহাসে সেই রকম একটি উদ্যোগ নিয়েছিলেন পাকিস্থানের আলীম আমিন আহসান ইসলাহী (রহঃ) । তিনি সুরাতুল আছরকে একটি দৃষ্টিকোণ থেকে কুরআনের সারাংশ হিসেবে বিবেচনা করে একটি পাঠ্যক্রম তৈরী করেছিলেন এবং তা প্রচারে উদ্যোগী হয়েছিলেন । তাঁর এই পাঠ্যক্রমকে অনুসরণ করে পাকিস্থানের ডাঃ ইসরার আহমাদ (রহঃ) “মুনতাখাব নিসাব” নামে একটি কুরআনের দরস আয়োজন করতেন । ইংরেজী এবং উর্দূতে কুরআনের এই দরসটি তরুণদের মধ্যে ব্যাপক সাড়া সৃষ্টি করতে পেরেছিল । পাকিস্থানের ড. আবদুস সামী এই কোর্সটি যুক্তরাষ্ট্রে প্রচার করেছিলেন । সেখান থেকে উস্তাদ নোমান আলী খাঁন উক্ত কোর্সে অংশগ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে ২০১৪ সালের রমাদ্বানে “Quran for Young Adult” নামে একটি কোর্স পরিচালনা করেন । সেটি বর্তমানে https://bayyinahtv.com/-তে “Thematic Overview of Quran" নামে উপস্থাপিত হচ্ছে । এই কোর্সটি বাংলায় অনুবাদ করা হয়েছে । ২০১৯ সালের এপ্রিল থেকে ২০২১ সালে এপ্রিল সময়ের মধ্যে এর অনুবাদ সম্পন্ন হয় । যা “কুরআনের তাত্ত্বিক অবলোকন- তার‍ুন্যের জন্য কুরআন” হিসেবে http://albalaghulmubin.org/ ওয়েব সাইটে ২০২২ সাল অর্থাৎ ১৪৪৩ হিজরীর ১৩ শাবান থেকে প্রকাশ করা হচ্ছে ।

উক্ত কোর্সের ৪৭টি লেকচার ভিডিও রয়েছে । আসন্ন শাবান মাসের ১৩ তারিখ থেকে প্রতিদিন ১টি লেকচার ভিডিও প্রকাশ করা হবে । এই কোর্সের সূচিপত্রটিতে সরাসরি প্রবেশ করা যাবে এই লিংকে - http://albalaghulmubin.org/category/52 । লেকচার ভিডিও এর পাশে লেকচার নোট থাকবে ।

১৩ শাবান ১৪৪৩ থেকে কোর্সটি প্রতিদিন দেখা গেলে চলতি রমাদ্বানের মধ্যে কোর্সটি সম্পন্ন করা যাবে । এই কোর্স থেকে জানা যাবে নূন্যতম কি করা গেলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে । আর আল্লাহ্ কুরআনে এই বিষয়গুলো কিভাবে উপস্থাপন করেছেন । আর কিভাবে সুরা আছর একটি দৃষ্টিকোণ থেকে কুরআনের সারাংশ । কুরআন সম্পর্কে একটি সারাংশ জানা যাবে । এর ফলে কুরআনের সাথে গভীর সম্পর্ক স্থাপনে অনুপ্রেরণা পাওয়া যাবে ।

কিভাবে কুরআনের তাত্ত্বিক অবলোকন - তার‍ুন্যের জন্য কুরআন কোর্সটি করবেন
অনলাইন বাইয়্যিনাহ্ ড্রীম বাঙলা পর্ব-২:

• অনলাইন লাইভ রিভিউ এবং প্রশ্ন-উত্তর সেশন বুধবার বাদ ফজর ভোর ৫:৩৫,
• যারা ইতিমধ্যে প্রথম পর্ব সম্পন্ন করেছেন তারাই শুধু পর্ব-২-এ অংশগ্রহণ করতে পারবেন ।

কিভাবে বাইয়্যিনাহ্ ড্রীম বাঙলা ২য় পর্ব কোর্সটি অনলাইনে করবেন
বাইয়্যিনাহ্ ড্রীম বাঙলা বুট ক্যাম্প:

কিভাবে বাইয়্যিনাহ্ ড্রীম বাঙলা বুট ক্যাম্প কোর্সটি করবেন

আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,
বর্তমানে বিশ্বে অনারবদের মধ্যে যারা ইংরেজী ভাষা বোঝে তাদের মধ্যে উস্তাদ নোমান আলী খাঁনের বাইয়্যিনাহ্ ড্রীম কুরআনিয় আরবি ব্যাকরণ কোর্সটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে । এই ক্যারিকুলামটি কুরআনের আরবি ব্যাকরণ শেখার ক্ষেত্রে দ্রুত এবং কার্যকরভাবে শুরু করিয়ে দিতে পারে ।
আলহামদুলিল্লাহ্, এই কোর্সটির বাংলা ভার্সন ইতিমধ্যে তৈরী হয়ে গেছে । চার রঙের পাঠ্যপুস্তক সহ বইটির উপর লেকচার ভিডিওগুলো এখন http://albalaghulmubin.org/ ওয়েব সাইটে পাওয়া যাচ্ছে । পৃথিবীর যেকোন প্রান্ত থেকে বাংলা ভাষাভাষীরা এই কোর্সটি করতে পারবেন । বইটি ছাড়াও লেকচার ভিডিও-এর ডেসক্রিপশন বক্সে বা সূচীপত্র থাকা লেকচার নোটগুলো ব্যবহার করেও কোর্সটি করা সম্ভব ।
আসন্ন রমাদ্বান মাসে এই কোর্সটি দ্রুত শুরু করার জন্য একটি বুট ক্যাম্প করা হচ্ছে । কম্পিউটার শুরু করতে যেমন কম্পিউটারকে কিছু অত্যাবশকীয় তথ্য নিয়ে বুট করতে হয় ঠিক তেমনি এই কোর্সটি দ্রুত শুরু করার জন্য এই বুট ক্যাম্পের আয়োজন করা হয়েছে । কম্পিউটার বুট করার পর যেমন এটি নিরবিচ্ছিন্নভাবে চলতে পারে তেমনি আমরা আশা করছি এই বুট ক্যাম্পে অংশগ্রহনের মাধ্যমে একজন শিক্ষার্থী আমাদের ওয়েবসাইটের লেকচার ভিডিও এবং নোটগুলো অনুসরণ করে নিজ থেকে সম্পূর্ন কোর্সটি করতে সমর্থ হবেন ইন শায়া আল্লাহ্ ।
বাংলা বা ইংরেজী মাধ্যমে যেসব বাংলা ভাষাভাষী পড়াশোনা করছেন বা করেছিলেন আরবি ব্যাকরণ শেখার ক্ষেত্রে তাদের জন্য এই কোর্সটি সবচেয়ে ভাল ফল দেবে, ইন শায়া আল্লাহ্ । যারা ইতিমধ্যে বিভিন্ন পাঠ্যক্রমে বিচ্ছিন্নভাবে আরবি ব্যাকরণ শেখার চেষ্টা করছেন অথচ গুছিয়ে আনতে পারছেন না, তারাও এই ক্যারিকুলাম থেকে লাভবান হতে পারেন ।
আসন্ন রমাদ্বানে অনুষ্ঠিতব্য এই কোর্সটি ফ্রি । তাহলে আর দেরি কেন? আজই বইটি কিনে প্রাক রেজিস্ট্রেশন সম্পন্ন করুন:
• রমাদ্বানের প্রথম ১৮দিন টানা প্রতিদিন বাংলাদেশের সময় অনুসারে ইফতারের আগে দেড় ঘন্টা (দুটি সেশনে: ১ম সেশন- ৪:১০ থেকে ৪:৫৫, আছর বিরতি- ৪:৫৫-৫:১৫, ২য় সেশন-৫:১৫ থেকে ৫:৫৫) । ক্লাস রেকর্ডিং আমাদের ওয়েবসাইটে ক্লাসের পরে পর্যালোচনার জন্য আপলোড করা হবে ।
• শুধুমাত্র বইটি কিনে এই কোর্সটি শুরু করা যেতে পারে । ১৮ দিনের এই কোর্সটি ফ্রি । তবে রেজিস্ট্রেশন করতে হবে । যারা রেজিস্ট্রেশন করবেন তারাই শুধু অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারেন । সূচনামূলক ক্লাস ২৫ মার্চ জুমাবার বিকাল ৪টায় ।
• আগ্রহীরা নাম, বয়স, মোবাইল, ইমেইল, পেশা, শিক্ষাগত যোগ্যতা এবং ঠিকানা আমাদের ইমেইল এ্যাডেসে ( albalaghualmubinu@gmail.com ) পাঠিয়ে প্রাক রেজিস্ট্রেশন সম্পন্ন করুন ।

কিভাবে বাইয়্যিনাহ্ ড্রীম বাঙলা ১ম পর্ব কোর্সটি অনলাইনে করবেন

Copyright @Albalagulmubinu, This page is maintained for the benefit of the arabic grammar students as permitted by Engr. Nayeem Ahmed (emailto:nayeem@biasl.net). All the content presented in this web page is compiled and prepared by Engr. Nayeem Ahmed.