বাইয়্যিনাহ্ ড্রীম বাঙলা বুট ক্যাম্প:
কিভাবে বাইয়্যিনাহ্ ড্রীম বাঙলা বুট ক্যাম্প কোর্সটি করবেন
আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,
বর্তমানে বিশ্বে অনারবদের মধ্যে যারা ইংরেজী ভাষা বোঝে তাদের মধ্যে উস্তাদ নোমান আলী খাঁনের বাইয়্যিনাহ্ ড্রীম কুরআনিয় আরবি ব্যাকরণ কোর্সটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে । এই ক্যারিকুলামটি কুরআনের আরবি ব্যাকরণ শেখার ক্ষেত্রে দ্রুত এবং কার্যকরভাবে শুরু করিয়ে দিতে পারে ।
আলহামদুলিল্লাহ্, এই কোর্সটির বাংলা ভার্সন ইতিমধ্যে তৈরী হয়ে গেছে । চার রঙের পাঠ্যপুস্তক সহ বইটির উপর লেকচার ভিডিওগুলো এখন http://albalaghulmubin.org/ ওয়েব সাইটে পাওয়া যাচ্ছে । পৃথিবীর যেকোন প্রান্ত থেকে বাংলা ভাষাভাষীরা এই কোর্সটি করতে পারবেন । বইটি ছাড়াও লেকচার ভিডিও-এর ডেসক্রিপশন বক্সে বা সূচীপত্র থাকা লেকচার নোটগুলো ব্যবহার করেও কোর্সটি করা সম্ভব ।
আসন্ন রমাদ্বান মাসে এই কোর্সটি দ্রুত শুরু করার জন্য একটি বুট ক্যাম্প করা হচ্ছে । কম্পিউটার শুরু করতে যেমন কম্পিউটারকে কিছু অত্যাবশকীয় তথ্য নিয়ে বুট করতে হয় ঠিক তেমনি এই কোর্সটি দ্রুত শুরু করার জন্য এই বুট ক্যাম্পের আয়োজন করা হয়েছে । কম্পিউটার বুট করার পর যেমন এটি নিরবিচ্ছিন্নভাবে চলতে পারে তেমনি আমরা আশা করছি এই বুট ক্যাম্পে অংশগ্রহনের মাধ্যমে একজন শিক্ষার্থী আমাদের ওয়েবসাইটের লেকচার ভিডিও এবং নোটগুলো অনুসরণ করে নিজ থেকে সম্পূর্ন কোর্সটি করতে সমর্থ হবেন ইন শায়া আল্লাহ্ ।
বাংলা বা ইংরেজী মাধ্যমে যেসব বাংলা ভাষাভাষী পড়াশোনা করছেন বা করেছিলেন আরবি ব্যাকরণ শেখার ক্ষেত্রে তাদের জন্য এই কোর্সটি সবচেয়ে ভাল ফল দেবে, ইন শায়া আল্লাহ্ । যারা ইতিমধ্যে বিভিন্ন পাঠ্যক্রমে বিচ্ছিন্নভাবে আরবি ব্যাকরণ শেখার চেষ্টা করছেন অথচ গুছিয়ে আনতে পারছেন না, তারাও এই ক্যারিকুলাম থেকে লাভবান হতে পারেন ।
আসন্ন রমাদ্বানে অনুষ্ঠিতব্য এই কোর্সটি ফ্রি । তাহলে আর দেরি কেন? আজই বইটি কিনে প্রাক রেজিস্ট্রেশন সম্পন্ন করুন:
• রমাদ্বানের প্রথম ১৮দিন টানা প্রতিদিন বাংলাদেশের সময় অনুসারে ইফতারের আগে দেড় ঘন্টা (দুটি সেশনে: ১ম সেশন- ৪:১০ থেকে ৪:৫৫, আছর বিরতি- ৪:৫৫-৫:০৫, ২য় সেশন-৫:০৫ থেকে ৫:৪৫) । ক্লাস রেকর্ডিং আমাদের ওয়েবসাইটে ক্লাসের পরে পর্যালোচনার জন্য আপলোড করা হবে ।
• শুধুমাত্র বইটি কিনে এই কোর্সটি শুরু করা যেতে পারে । ১৮ দিনের এই কোর্সটি ফ্রি । তবে রেজিস্ট্রেশন করতে হবে । যারা রেজিস্ট্রেশন করবেন তারাই শুধু অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারেন । সূচনামূলক ক্লাস ২৮ ফেব্রুয়ারী জুমাবার বিকাল ৫টায় ।
• আগ্রহীরা এই ফর্মটি ফিলআপ রেজিস্ট্রেশন সম্পন্ন করুন : https://forms.gle/95JkV8YbyqLnNyoW6 ।
কিভাবে বাইয়্যিনাহ্ ড্রীম বাঙলা ১ম পর্ব কোর্সটি অনলাইনে করবেন